রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৭ কিঃমিঃ দক্ষিনে মৌরাট ইউনিয়ন ।সুন্দর মনোরম পরিবেশ এই স্থানটি। লেখা পড়া শিক্ষা সাংস্কৃতি ও আনন্দ বিনোদনে খুব আনন্দময় এই ইউনিয়নটি।
ক) নাম – ৬ নং মেরাট ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১২ (বর্গ মাইল)
গ) লোকসংখ্যা – ২৩৭৫০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৮টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটো/রিক্সা/নছিমন।
জ) শিক্ষার হার – ৫২%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ হাবিবুর রহমান প্রামানিক
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৪/০৬/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ৩০/০৬/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৩/০৬/২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১. রুপিয়াট ২. হরিপুর ৩. হরিনাডাঙ্গা
৪. জীবননালা ৫. খান্দুয়া ৬.কাজিয়ালপাড়া
৭.সর্নগড়া ৮. চৌড়াপাড়া ৯. পূর্ব বাগদুলী
১০ পম্চিম বাগদুলী ১১. ধুলিয়াট ১২. দড়িচৌবাড়ীয়া ১৩. বড়চৌবাড়ীয়া
১৪.পেপুলবাড়ীয়া ১৫. জাগির মালঞ্চী ১৬. বাজেয়াপ্ত মালঞ্চী
১৭. তেলিগাঁতী ১৮. কৃষ্ণপুর ১৯. মৌরাট
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস